কনিকা জিন্স ওয়াসিং এর বনভোজন ২০১৯,বঙ্গবন্ধু সাফারী পার্কে সম্পন্ন । 258 0
বনভোজন ২০১৯ ,বঙ্গবন্ধু সাফারী পার্ক ।
কনিকা জিন্স ওয়াসিং এর বনভোজন ২০১৯,বঙ্গবন্ধু সাফারী পার্কে সম্পন্ন ।
কবীর ,গাজীপুর
গতকাল শুক্রবার ১৭/০১/২০২০ ইং কনিকা জিন্স ওয়াসিং কোম্পানির ১০০ জন কর্মকর্তা কর্মচারীর মিলনমেলা গাজীপুরের বঙ্গবন্ধু সাফারী পার্কের লায়ন পর্যবেক্ষণ হোটেলে সম্পন্ন হয়েছে ।সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত নানা আয়োজনের বনভোজন ২০১৯ সম্পন্ন হয় । সকালের নাস্তা সেরে কর্মকর্তা কর্মচারীরা পার্কের বিভিন্ন দর্শণীয়স্থানে ঘোরাফেরা করে ,পরে দুপুরের খাবার শেষে আকর্ষণীয় পর্ব র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় ।র্যাফেল ড্র তে মোট ২০ টি পুরষ্কার দেওয়া হয়।পুরষ্কার প্রদানকালে উপস্থিত ছিলেন কোম্পানীর মাননীয় চেয়ারম্যান মাহমুদা আক্তার কনিকা , ব্যবন্থাপনা পরিচালক ,আলহাজ্ব রফিকুল ইসলাম (আনোয়ার) ,ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ,মোশারফ হোসেন রানা ,নির্বাহী পরিচালক খালিদ সাইফুল্ল্যাহ ,ও পরিচালক এ্র্যাড: দেওয়ান শহিদুজ্জামান রিপন । আমন্ত্রীত অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ,হাজ্বী দেলোয়ার হোসেন ,সভাপতি পদপ্রার্থী ,৩৫নং ওয়ার্ড ,গাছা থানা , জিএমপি ও জহিরুল ইসলাম,বিশিষ্ঠ ব্যবসায়ী সহ আর অসংখ্য আমন্ত্রীত অতিথীবৃন্দ ।